ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ১০

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই (নিঃ) আল মামুন, এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ এলাকা হইতে নারী ও শিশু আইনে মামলার এজাহারনামীয় আসামী আঃ মান্নাফ (৫৭), পিতা-মৃত আবুল হাশেম মাষ্টার , ঠিকানা: স্থায়ী: (সাং- শম্ভুগঞ্জ টোল বক্সের সাথে সাব্বির এলপিজি ফিলিং স্টেশনের পিছনে) , থানা- ময়মনসিংহ সদর, জেলা–ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) নিরুপম নাগ,এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চরপাড়া এলাকা হতে ডাকাতির চেস্টা মামলায় আসামী আব্দুল আউয়াল (৩৩), পিতা- নুরুল ইসলাম, মাতা-খোদেজা বেগম, সাং-বেলতলী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আরিফুল ইসলাম, এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকা হতে দস্যুতার চেস্টা মামলায় আসামী মোঃ মামুন শেখ (২৭), সাং- চর কালীবাড়ী, ময়মনসিংহ সদর, কে গ্রেফতার করেন।

ইছাড়াও এসআই (নিঃ) আশরাফুল ইসলাম, এএসআই(নিঃ) হুমায়ুন কবির, কাজল মিয়া, শামীমুল হাসান ও ইকবাল হোসেন প্রত্যেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে থানা এলাকা হতে মোট ০৬টি জিআর তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় আল আমিন (), মোঃ শহিদ, স্থায়ী: (রেল ষ্টেশন এলাকার বস্তি) , ময়মনসিংহ সদর, আল আমিন (), মোঃ শহিদ, ,ময়মনসিংহ সদর, জেলা – মোঃ জিয়াল হক @ বাশার (৪৪), : গ্রাম- চর নিলক্ষীয়া (ইউ/পি-রাঘবপুর মাদ্রাসা) , ময়মনসিংহ সদর, মোহন (), :গ্রাম- গোয়াইল কান্দি পুর্ব (ডাক্তারবাড়ী),ময়মনসিংহ সদর, মোহাম্মদ আলী ওরফে মোহাম্মদ (), :গ্রাম-খাগডহর ঘুন্টি মাঠপাড় ময়মনসিংহ সদর, জুয়েল মিয়া (৩৫), গ্রাম- কৃষ্টপুর , ময়মনসিংহ সদর, সিআর গ্রেফতারী পরোয়ানায় আসামীর আনোয়ার হোসেন (), স্থায়ী:(সাং-সহকারী পোস্টমাস্টার প্রধান ডাকঘর, ময়মনসিংহ),ময়মনসিংহ সদর কে গ্রেফতার করা হয়্।

প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার