ধোবাউড়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ

ধোবাউড়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ

BMTV Desk No Comments

ইস্রাফিল হোসাইন পাপ্পুঃ-ধোবাউড়া

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের রঘুরামপুরর গ্রামের রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রণীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। একই গামের মৃত কদম আলীর ছেলে শাহাব উদ্দিনের (৪৫) এর বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৩ জুলাই রবিবার বিকেলে ৫ম শ্রেণীর ছাত্রী তাদের বাড়ির পূর্ব পাশ্বে নদীর পাড়ে খেলতে যাওয়ার পর, অভিযুক্ত শাহাব উদ্দিন তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দশ টাকা দিবে বলিয়া পার্শ্ববর্তী পাঠ ক্ষেতে নিয়া পড়নের হাফপ্যান্ট খুলিয়া ধর্ষনের চেষ্টা করতে থাকে।

পরে এই ছাত্রীর ডাক চিৎকারে অভিযুক্ত পালিয়ে যায় এবং আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে।

এঘটনায় ভিকটিমের পিতা সুরুজ আলী (৩০) বাদী হয়ে ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধোবাউড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জালাল উদ্দিন বলেন, তদন্ত পূর্বক আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।