ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেফতার ৮

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসআই (নিঃ) জোবায়ের খালিদ, এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ মোড়স্থ সোনালী ব্যাংকের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জগামী পাকা রাস্তার পার্শ্বে সরকারী জায়গায় হতে মাদক ব্যবসায়ী মিলন (২১), পিতা-মোঃ শহর আলী, মাতা-সাহেরা খাতুন, সাং-সানাদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ০৫(পাঁচ)পুটলা কথিত হেরোইন, যাহার ওজন ০১(এক)গ্রাম, মূল্য অনুমান (৫X১০,০০০)=৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) শামছুজ্জামান খালিদ এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার রেলষ্টেশন ০২নং গেইট এলাকা হতে চুরি মামলায় আসামী কৃষ্টপুর মালঞ্চ কলোনীর মোঃ শুক্কুর আলী(৩৭)কে গ্রেফতার করেন।

মাদকদ্রব্য সংস্থার টীম কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় আসামী ময়মনসিংহ সদরের বলাশপুর, শিমুলতলীর (J91X5) মোঃ সুমন মিয়া(২৪)কে গ্রেফতার করেন এবং তার নিকট হতে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১০(দশ)গ্রাম, মূল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আলী আকবর সংগীয় ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলায় আসামী ময়মনসিংহ সদর, ১১৩/১০, ঢোলাদিয়ার ১. (J94CM) আমজাদ শাওন(২৫) কে গ্রেফতার করা হয়।

ইছাড়াও এসআই (নিঃ) নিরুপম নাগ, অসীম কুমার দাস, আনিছুর রহমান, এএসআই (নিঃ) সাইফুল ইসলাম-২, মোঃ আল আমিন প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫টি জিআর বডি তামিল করেন।

জিআর গ্রেফতারী পরোয়ানায় ময়মনসিংহ সদরের গোলকি বাড়ীর শাকিল মিয়া , কৃষ্টপুর আদর্শ কলোনীর মোঃ মনির, চর সাসার মাসুদ রানা (৩০), কৃষ্টপুর (নামাপাড়া) ওসমান গনি, দক্ষিণ সেহড়া (সেহড়া চামড়াগুদামের রুহুল আমিন (৪০) ও কাওয়ালটি টানপাড়ার রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করা হয়।

প্রত্যেক আসামীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার