You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
আওয়ামী লীগের ভয়ঙ্কর চেহারা জাতি ১৫ বছর ধরে দেখছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হত্যা, গুম, সন্ত্রাস, নৈরাজ্য করে আওয়ামী লীগ দেশটাকে মগের মুল্লুকে পরিণত করেছে। তিনি আজ বিকেলে ময়মনসিংহ নগরীর হরি কিশোর রায় রোডে ময়মনসিংহ উত্তর ,দক্ষিন জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখছিলেন ।
২৯ জুলাই ঢাকায় ১ দফা দাবীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলা,গণ গ্রেফতারের প্রতিবাদে দেশব্যাপী জেলা ও মহানগরে আজ বিএনপি জনসমাবেশ করছে।
ময়মনসিংহে জনসমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, এক দফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আছে, সব সময় যে কোনো কর্মসূচির জন্য সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে।তিনি বলেন, সরকার আন্দোলনে বিভ্রান্তি ,হতাশা সৃস্টি করতে পারে, সকলকে সতর্ক থাকতে হবে। তিনি ঢাকার মহাসমাবেশ ,অবস্থান কর্মসূচিকে গণ অভ্যূত্থানের স্টেজ রিহার্সেল মাত্র উল্লেখ করে বলেন, সামনে আরো কঠোর কর্মসূচি আসবে, যেখানে ডাক দেয়া হবে ,সেখানেই যেতে হবে। তিনি বলেন, ঢাকার মহাসমাবেশে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনসাধারণ যোগ দিয়ে স্মরণ কালের সর্ব বৃহৎ মহাসমাবেশে পরিণত করে ইতিহাস সৃস্টি করেছে। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগ যৌথ হামলা করে ন্যাক্কারজনক অধ্যায়ের সৃষ্টি করেছে।সরকার রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে এবং সন্ত্রাসী বাহিনী লেলিয়ে আন্দোলন দমন করতে চায়। তিনি বলেন, এই আন্দোলন জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে। শুধু তারেক রহমান বা মির্জা ফখরুল বা বিএনপি নয়, জনগণও এই একদফা আন্দোলন পরিচালনা করছে। কোনো অপ শক্তি জনগণের এই আন্দোলন নস্যাত করতে পারবে না। তিনি আরো বলেন, সরকারের ভাগ্য লেখা হয়ে গেছে।এরা আর ক্ষমতায় থাকতে পারবে না। তিনি প্রশাসনের প্রতি শেষ সময়ে সরকারের অন্যায় আদেশ নির্দেশ মেনে আন্দোলনকারীদের নির্যাতন,
দমন না করার আহ্বান জানান। তিনি ঢাকার মহাসমাবশ ও অবস্থান কর্মসূচিতে যোগ দেয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের সকল কর্মসূচিতেও ময়মনসিংহের নেতাকর্মীদের অংশ নেয়ার আহ্বান জানান । তিনি গত কয়েক দিনে নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান এবং আহতদের প্রতি সমবেদনা জানান ।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন ,ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম ,যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু,উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বিএনপি নেতা অধ্যাপক শেখ আমজাদ আলী , ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, শাহ শিব্বির আহমেদ বুলু, আখতারুল আলম ফারুক, ফারজানা রহমান হোসনা, ডা. মোফাখখারুল ইসলাম রানা, শামিম আজাদ, এড.ফাত্তাহ খান, মাহবুবুল আলম, লিটন আকন্দ, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন ।