ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু জ্বরে এক যুবকের মৃত্যুঃ রোগী ভর্তি আছে ১৫৪ জন

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু জ্বরে এক যুবকের মৃত্যুঃ রোগী ভর্তি আছে ১৫৪ জন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাবিব (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১ আগস্ট) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাবিব টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসিন্দা আবদুল আজিজের ছেলে। তিনি এনা ট্রান্সপোর্টের রোড লাইনম্যান হিসেবে কাজ করতেন।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. ফরহাদ বিন হীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩০ জুলাই বিকেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন হাবিব। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়।তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি আছেন ১৫৪ জন। এদের মধ্যে পুরুষ ১৩০, নারী ও শিশু ২৪ জন শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৩০ জন ভর্তি হন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।###