ময়মনসিংহে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

August 5, 2023 113 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবাইদা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে ময়মনসিংহে প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ফকরউদ্দিন আহাম্মদ বাচ্চু ও আলমগীর মাহমুদ আলম, উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সাবেক এমপি নূরুল কবীর শাহীন, পাগলা থানা সভাপতি ডা. মোফাখারুল ইসলাম রানা, অ্যাডভোকেট নূরুল হক, কাজী রানা, শাহ শিব্বির আহম্মদ বুলু, অ্যাডভোকেট এম এ হান্নান খান, কায়কোবাদ মামুন, এ কে এম মাহবুবুল আলম, শামীম আজাদ, এনামুল হক আকন্দ লিটন, যুবদলের দক্ষিণ জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরআগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে সমাবেশে যোগ দেয় হাজারো নেতাকর্মী। বক্তারা ফরমায়েশী রায়ের তীব্র প্রতিবাদ জানান। ##

সাম্প্রতিক