গফরগাঁও সরকারি কলেজে ভয়াবহ চুরিঃ ২জন নৈশ্য প্রহরী আটক

গফরগাঁও সরকারি কলেজে ভয়াবহ চুরিঃ ২জন নৈশ্য প্রহরী আটক

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

গফরগাঁও সরকারি কলেজে গত শনিবার গভীর রাতে ভয়াবহ চুরি হয়েছে । এঘটনায় কলেজের দু,জন নৈশ্য প্রহরীকে পুলিশ আটক করে গফরগাঁও থানায় নিয়ে যায় । আটককৃত প্রহরী হলেন ঃ মোঃ ওমর ফারুক (৫০) ও মোঃ হেলাল উদ্দিন (৪৩) । গফরগাঁও সরকারি কলেজের প্রিন্সীপাল প্রফেসর কাজী ফারুক আহাম্মদ জানান, গভীর রাতে কলেজের বিভিন্ন রুমের তালা ভেঙ্গে প্রবেশ করে কম্পিউটার দু,টি , ল্যাপটপ , সিসি ক্যামেরার মেশিন , আই পি এস ,নগদ টাকা ও বিভিন্ন আলমারীর তালা ভেঙ্গে কে বা কারা দুস্কৃতিকারীরা নিয়ে যায় । অথচ গফরগাঁও সরকারি কলেজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল ।কলেজের বিভিন্ন রুমে ও আশে পাশে সিসি ক্যামেরা চালু ছিল । বিভিন্ন আলমারীর জরুরী কাগজপত্র তছনছ করে ফেলে রেখে যায়। ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন , পুলিশ পরির্দশন করে । গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন , দু,জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । গফরগাঁও সরকারি কলেজ থেকে এ রির্পোট লেখা পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি । তদন্তে প্রমানিত হলে দু,জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

মতিউল আলম

LATEST POSTS