বিএমটিভি নিউজ ডেস্কঃ
জামালপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আজিজ মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, আজিজ মিয়ার ছেলে দীর্ঘদিন ধরে ওমান থাকেন। এ সুযোগে কয়েকদিন আগে পুত্রবধূকে একা পেয়ে ধর্ষণ করেন তিনি।এসময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আজিজ মিয়া পালিয়ে যান। পরে ভুক্তভোগী বাদী হয়ে শনিবার (৫ আগস্ট) সকালে জামালপুর সদর থানায় ধর্ষণ মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
ওসি আরও বলেন, সকালে আজিজ মিয়াকে সদর থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।