স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জন আসামীকে গ্রেফতার করেছেন।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চরপাড়া মোড় এলাকা হইতে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামী রাফি সালমান তামজিদ (২০)কে গ্রেফতার করেছেন।
এসআই(নিঃ) শামছুজ্জামান, এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার আউটার স্টেডিয়াম এলাকা হতে হইতে চুরি মামলার আসামী শ্রী সুজন ঘোষ(৩৭)কে গ্রেফতার করেছেন।এসআই(নিঃ) আসাদু্জ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন আকুয়া চৌরাস্তা মোড় সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী সুরুজআলী (৪২),খাইরুল ইসলাম (২৮) ও সুরুজ আলী (৪০)দেরকে গ্রেফতার করেছেন।
এসআই(নিঃ) আলাউদ্দিন, এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার এলাকা হতে অন্যান্য মামলার আসামী মিনহাজুল আনোয়ার তাজিম (৩২)কে গ্রেফতার করেছেন।
এএসআই(নিঃ) বিল্লাল হোসেন,এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার ঢোলাদিয়া তালতলা এলাকা হতে অন্যান্য মামলার আসামী রফিকুলইসলাম (৩০)কে গ্রেফতার করেছেন।
ইহা ছাড়াও এএসআই(নিঃ) আবুল হাসান, আয়েছ মিয়া, চাঁন মিয়া প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি সিআরও ০২ টি জিআর বডি সহ সর্ব মোট ০৩টি বডি তামিল করেন।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।