ডাকাতিকালে শিক্ষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
August 10, 2023
78
No Comments
You must need to login..!
বিএমটিভি নিউজ ডেস্কঃ
ময়মনসিংহে ডাকাতি করতে গিয়ে শিক্ষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্তা সরকার এ রায় ঘোষণা করেন।আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।