You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই(নিঃ) আজগর আলী, ০৩নং ফাড়ি, এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া চৌরাঙ্গীর মোড় সাকিনস্থ ফুলবাড়ীয়া বাইলেন-২ কাঁচাবাজার এর উত্তর পাশে হতে মাদক মামলার আসামী এনামুল হক (২৮), পিতা-মোসলেম উদ্দিন, সাং-আকুয়া বোর্ডঘর, জাকির হোসেন (৩০), পিতা-সিদ্দিকুর রহমান, সাং-৩৬ বাড়ী কলোনী, উভয় কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে ৩০(ত্রিশ)পিস ইয়বা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) হারুনুর রশিদ, এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে গাজীপুর জেলার কমলাপুর রেলওয়ে থানা হতে চুরি মামলার আসামী আব্দুল আজিজ (২৭), পিতামৃত-কিতাব আলী, সাং-অষ্টধার সেনপাড়া, কবরস্থানের পাশে, থানা- কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হতে ০২টি মাথার খুলি সহ বিভিন্ন অঙ্গের ছোট বড় ১০০টি হাঁড় উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) কামরুল হাসান, এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার দড়ি কুষ্টিয়া হতে বিদ্যাগঞ্জ স্টেশন মসজিদের এলাকা হতে চুরি মামলার আসামী নাজমুল হাসান (২৫), পিতা- মোঃ দেলোয়ার, আলী হোসেন (৩০), পিতা- মোঃ লিয়াকত, উভয় সাং- বোরের চর, খালপাড়, ৩নং ওয়ার্ড, সর্ব থানাঃ কোতোয়ালী, ময়মনসিংহ’দ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আনোয়ার হাসান, এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানারবয়ড়া আবাসন এলাকা হতে নিয়মিত মামলায় আসামী মোঃ সোহেল মিয়া (৩৪), পিতা-মোঃ ওয়াজেদ আলী, সাং- বয়ড়া আবাসন, ২২নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আল মামুন, এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বলাশপুর হাক্কানীর মোড় জুলহাস এর হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেস্টা মামলার আসামী আসিফ (২৮), পিতা-শরীফ জাহাঙ্গীর আলম, সাং- ভাসির্টির শেষ মোড়, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) শামছুজ্জামান,এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার রহমতপুর মোড়স্থ ধৃত আসামী মোঃ শাহ আলম(৩৭), পিতা-মৃত তোতা মিয়া, সাং-হাসিবাসী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর ভাই ভাই ডিজিটাল স্টুডিও এন্ড ফটোকপির দোকানের ভিতরে হতে জালজালিয়াতী মামলার আসামী মোঃ শাহ আলম (৩৭), পিতা-মৃত তোতা মিয়া, সাং-হাসিবাসী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) মাহমুদুল হাসান, এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া এলাকা হতে অন্যান্য মামলার আসামী ময়মনসিংহ সদরের রাশেদ(৩০), পিতা-মৃতঃ সেকান্দর আলী , ঠিকানা: স্থায়ী: (কাচিঝুলি গোলাপজান রোড) ,কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) আনোয়ার হোসেন, এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার গাঙ্গীনার পাড়া এলাকা হতে অন্যান্য মামলার আসামী বাবু (২৪), পিতা- আবুল কাশেম, সাং-কালিবাড়ী গুদারা ঘাট, থানা- ময়মনসিংহ সদর, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ)দিদার আলম, এএসআই(নিঃ) নুরুজ্জামান, সোহেল রানা, মিজানুর রহমান, চান মিয়া প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ০৪টি সিআর ও ০২ টি জিআর বডি সহ সর্ব মোট ০৬টি বডি তামিল করেন।
সিআর গ্রেফতারী পরোয়ানায় নুরুল ইসলাম, পিতা-মোঃ তারা মিয়া, স্থায়ী: (দিঘারকান্দা) , হোসেন আলী (২৩), পিতা-মোঃ আজিজুল হক, স্থায়ী: গ্রাম- চর ঈশ্বরদিয়া, শরিফুল ইসলাম, পিতা-মোঃ আব্দুল হাই, স্থায়ী: (সাং- আকুয়া দক্ষিণ পাড়া( দরবার শরীফ রোড)) , শতদল দাস (৪০), পিতা-অমল চন্দ্র দাস, স্থায়ী: (সাং- ১৪/৪ অমৃত বাবু রোড, পুকুর পাড়) কে গ্রেফতার করা হয়।
জিআর গ্রেফতারী পরোয়ানায় সুজন, পিতা-আমির, স্থায়ী : গ্রাম- কৃষ্টপুর (দৌলত মুন্সী রোড), সোহেল, পিতা-মোঃ তালেব, স্থায়ী: গ্রাম- আকুয়া মোড়লবাড়ী (হাবুন ব্যাপারীর মোড়) উভয় সদর,-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##