You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই(নিঃ) শামছুজ্জামান এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার খাগডহর এলাকা হতে অবহেলা জনিত মৃত্যু পেনাল কোড ৩০৪ ধারায় আইনের সাথে সংঘাতে জড়িত কিশোর অপরাধী আল আমীন (১৩), পিতা-মোঃ দেলোয়ার হোসেন ওরফে খোকন মিস্ত্রী, সাং-বেরুলিয়া (তাহের উদ্দিন মন্ডলের বাড়ী), থানা-মুক্তাগাছা, এপি/সাং-খাগডহর ঘুন্টি (মধ্যপাড়া জামে মসজিদের পাশে), থানা-কোতয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সাইদুর রহমান, এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার আকুয়া খালপাড় এলাকা হতে ডাকাতির চেস্টা পুরাতন মামলায় আসামী মোঃ রিপন মিয়া (২৮), পিতা-মোঃ বাদল মিয়া, সাং-আকুয়া চৌরঙ্গীর মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) নিরুপম নাগএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছন হতে ডাকাতির চেস্টা পুরাতন মামলায় আসামী সাজ্জাদ হোসেন (২৭), পিতা-লিটন মিয়া, সাং-পাটগুদাম আটানী পুকুরপাড়, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) মিজানুর রহমান, এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ মোড় আশা মনি গেষ্ট হাউজের ভিতর হতে অসামাজিক ও গনউপদ্রপ সৃষ্টি করে জনসাধারনের সাধারন জীবন আচরনে বিরক্তি তৈরী করার অপরাধে আসামী বাদশা মিয়া (৪৫), পিতামৃত-মজির উদ্দিন, সাং-আদর্শ গ্রাম বগতিয়ারপুর, থানা-কোতোয়ালী, জেলা-রংপুর এপি/সাং-আশা মনি গেষ্ট হাউজ পাটগুদাম ব্রীজ মোড়, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ, মোছাঃ রহিমা খাতুন (২৫), পিতামৃত-আমজাদ মিয়া, সাং-বিশখা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, রুবি (২৪), পিতা-মোঃ হেলাল উদ্দিন, সাং-পাল্লা, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনাদেরকে গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।