আবারও ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ ময়মনসিংহ ও শ্রেষ্ঠ থানা পুলিশ ময়মনসিংহ কোতোয়ালী থানা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  

আবারও ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ হিসেবে ময়মনসিংহ জেলা পুলিশ ও রেঞ্জের শ্রেষ্ঠ থানা পুলিশ হিসেবে পুরস্কার ও সনদ লাভ করেছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা। জুন-২০২৩ মাসের সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য ও জন-গ্রহণযোগ্যতা ইত্যাদি অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের সকল জেলাসমূহের মধ্যে শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করে।রোববার ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অবস্থিত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ মাল্টিপারপাস হলে এক বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় অভিন্ন মানদণ্ডে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাগণ ও ইউনিটকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মো: মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার) ।

সভার শুরুতেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সমগ্র পরিবারের প্রতি শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করে সকলে এক মিনিট নীরবতা পালন করেন। রেঞ্জ ডিআইজি সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রেঞ্জের আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারবৃন্দ, রেঞ্জ অফিসের পুলিশ সুপারবৃন্দ, সকল সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
কল্যাণ সভায় ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে কোতয়ালি মডেল থানার এস আই(নি:) মো: আজগর আলী, শ্রেষ্ঠ থানা হিসেবে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো: শাহ কামাল আকন্দ পিপিএম, শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ময়মনসিংহ জেলার গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সুমন মিয়া এবং শ্রেষ্ঠ জেলা হিসেবে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম সম্মাননা স্মারক গ্রহণ করেন। অতিরিক্ত আইজিপি(গ্রেড-১) মো: মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার) ময়মনসিংহ জেলা পুলিশের সার্বিক কার্যক্রম ও আভিযানিক সাফল্যে সন্তুষ্টি জ্ঞাপন করেন।

কর্ম মূল্যায়নের ধরন বিবেচনায় গত জুন মাসে কোতোয়ালি মডেল থানা পুলিশ ওয়ারেন্ট নিষ্পত্তি হয়েছে ১৬৯ টি, সিডিএমএস এর মাধ্যমে মামলা নিষ্পত্তি ৯৮ টি। এছাড়া অপহরণ এবং নিখোজ সংক্রান্ত বিষয়ে ৭ জন ভিকটিমক উদ্ধার করা হয়। একই সাথে ৫টি গুরুত্বপূর্ণ ক্লুল্যাস মামলার রহস্য উদ্ঘাটন এবং দ্রুততম সময়ে জড়িতদের গ্রেফতারের মধ্যদিয়ে দায়িত্বশীল ভুমিকা পালন করেন।
এই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে ময়মনসিংহকে একটি শান্তিময়, বাসযোগ্য, নিরাপদ শহর গড়তে অগ্রনী ভুমিকা পালন করেন। কোতোয়ালি পুলিশ জানায়, গত জুন মাসে পৃথক অভিযান চালিয়ে হেরোইন-৭৬ গ্রাম, ইয়াবা-১৯৭০ পিচ, বিদেশী মদ-৭ বোতল, গাঁজা-৪ কেজি ৪০০ গ্রাম, ট্যাপেন্টাডল-৩৭০ পিচ, গাঁজা গাছ-১ টি, পিকআপ-২, অটো-৩, মোটরসাইকেল-০২, মোবাইল-৮২ টি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপারের নির্দেশে অপরাধ ও মাদকমুক্ত নগরী এবং সদর এলাকা গড়তে কাজ করছি। উর্দ্বতন কর্মকর্তা ও থানার সকল পুলিশ সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এই সফলতা এসেছে। এ জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
স্বীয় পেশাদারিত্ব ও জ্ঞানগর্ভ কর্মতৎপরতায় সুপরিচিত অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মো: মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম (বার), ১৩ আগস্ট ২০২৩ তারিখ ময়মনসিংহ জেলা সফর ও পরিদর্শন করেন। পরিদর্শনকালে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম সার্বক্ষণিক তাঁর সাথে পরিদর্শন ও অন্যান্য সকল কার্যক্রমে অংশগ্রহণ করেন। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম সম্মানিত স্পেশাল ব্রাঞ্চ প্রধানের সফরকালে সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আইন-শৃঙ্খলা রক্ষার্থে দেশপ্রেম ও মানবতার অমোঘ বাণী অন্তরে ধারণ করে সকল পুলিশ সদস্যকে শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি জনগণের সাথে পুলিশের সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার পাশাপাশি দুষ্কৃতকারীদের দমনে আইন প্রয়োগ করার ক্ষেত্রে কঠোরতা বজায় রাখার পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ তাঁর আহ্বানে অত্যন্ত উজ্জীবিত ও অনুপ্রাণিত হন যা সকলের কর্মস্পৃহাকে বহুলাংশে বর্ধিত করবে।
সভা শেষে সম্মানিত প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের সকল উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাবৃন্দের সাথে এক সৌজন্যমূলক মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। এ সময় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া মহোদয়সহ বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানগণ তাঁর সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। পরিশেষে তিনি সকল কর্মকর্তাবৃন্দের সাথে ফটোসেশানে অংশগ্রহণ করেন।
স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি(গ্রেড-১) মো: মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার) এই সফর ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের সকল সদস্যের মনোবল, কর্মতৎপরতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার