জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে প্রায় দুই শতাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ মসিক মেয়র টিটুর

জাতির পিতার শাহাদাত বার্ষিকীতে প্রায় দুই শতাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ মসিক মেয়র টিটুর

August 17, 2023 257 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ য়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম বার্ষিকীতে প্রায় দুই শতাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আরো একটি রেকর্ড করলেন।  ঐদিন নানা কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করে নেতাকরর্মীদের কাছে আস্থার জায়গাটি আরো মজবুত করলেন।

ঐদিন সকাল সাড়ে ০৭ টায় সার্কিট হাউজে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর থেকে রাত পর্যন্ত তিনি ২ শতাধিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর যুবলীগ, জেলা যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, ময়মনসিংহ মহিলা আওয়ামী লীগ, মহানগর যুব মহিলা লীগ, জেলা যুব মহিলা লীগ, সদর যুব মহিলা লীগ, জেলা তাঁতী লীগ, মহানগর তাঁতী লীগ, সদর তাঁতী লীগ, মহানগর কৃষক লীগ, জেলা মৎস্যজীবী লীগ, মহানগর মৎস্যজীবী লীগ, জেলা ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগ, জেলা জাতীয় শ্রমিক লীগ, মহানগর জাতীয় শ্রমিক লীগ, রেলওয়ে জাতীয় শ্রমিক লীগ, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ, মেডিকেল কলেজ ছাত্রলীগ, ইন্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ, ৩৩ টি ওয়ার্ড আওয়ামী লীগ, ওয়ার্ড যুবলীগ, ওয়ার্ড ছাত্রলীগ, ওয়ার্ড কৃষক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ রেলওয়ে প্রতিষ্ঠানিক থানা কমান্ড, ময়মনসিংহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,সোনালী ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন সহ ডাক বিভাগের কর্মচারী ইউনিয়ন আয়োজিত শোকসভা গণভোজ ও দোয়া মাহফিলে অংশ নেন।

এসব সভায় মেয়র জাতির পিতার আদর্শ উদ্দেশ্য হলো দেশ গড়ার এবং জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন নৌকা মার্কাকে জিতিয়ে আনতে হলে তার জন্য উন্নয়নের তথ্য গুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

এ সময় তার সাথে ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল হক রিপন, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক নিয়াজ মোর্শেদ, মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ শাহিনুর রহমান সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক