You must need to login..!
Description
ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বিড়ালশাখ গ্রামের আবু তালেব এর সাব কাবলা দলিলমূলে ক্রয়কৃত সম্পত্তি প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে। অথচ পরিবারটি দীর্ঘ ৩৪ বছর ধরে ওই জমি ভোগ দখল করে আসছে। জমি স্থানীয় বাজারের সাথে রাস্তার ধারে হওয়ায় জমির দাম দিন দিন বৃদ্ধি পায়, বর্তমান বাজার মূল্য প্রতি শতক ৪ থেকে ৫ লক্ষ টাকা। লোলোভ দৃষ্টি পরে এলাকার নজরুল ইসলাম ওরফে মিষ্টি নজরুল এর। নজরুল ইসলাম একজন দালাল প্রকৃতির লোক তার বর্তমান
ব্যাবসা প্রতিষ্ঠানের জায়গাও আরেক জনের, জবর দখল করা। পুলিশের সাথে তার সখ্যতা আছে বলে এলাকাবাসি জানায়, থানার পুলিশ কখনো এই এলাকায় যে কোন অভিযানে আসলে, নজরুলের দোকানের দই-মিষ্টি খেয়ে তারপর যায়। মোহাম্মদ আলীর ছেলে ও মিষ্টি নজরুল তার লোকজন নিয়ে এ জমি দখল করার চেষ্টা করলে জমির মালিক তালেব আলী বাধা দিতে গেলে মোহাম্মদ আলীর ছেলে ও মিষ্টি নজরুল তাদের জীবননাশের হুমকি দেয়। জমির মালিক আবু তালেব বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মোহাম্মদ আলীর ছেলে পিচ্চি নজরুল, রুবেল, মিষ্টি নজরুল, রফিকুল ইসলাম, মফিজ উদ্দিনসহ বহিরাগত আরও লোক জন নিয়ে দখল করার চেষ্টা করছে এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে ঘটনার কিছুদিন পর গত ১৬ জুলাই রাত ৮টার দিকে রাস্তার পাশে আবু তালেব দাড়িঁয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি অটো এসে সজোরে ধাক্কা দিলে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রোগী অবস্থা খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে লাইফ সাপোর্টে আছেন তিনি।
জানাযায়, বিড়ালশাখ মৌজার ৩৫৫ এস এ খতিয়ানের ৩৬১ দাগে আবু তালেব সাফ কাবলা দলিলমূলে ক্রয়কৃত সোয়া ১৬শতক সম্পত্তি; যা দীর্ঘ ৩৪ বছর যাবৎ ভোগ দখল করে আসছে।
পুটিজানা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রয়েল এই জমি নিয়ে শালিস করে ব্যর্থ হয়ে পরবর্তীতে ফুলবাড়ীয়া থানায় একটি লিখিত দিলে উভয় পক্ষকে জমির সকল কাগজ নিয়ে থানায় উপস্থিত হতে বলা হলেও নজরুল গংরা সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।
স্থানীয় ইসমাইল হোসেন ঈসা বলেন, মিষ্টি নজরুল একজন দালাল প্রকৃতির লোক এমন আরও অনেক ঘটনা আছে যা নিজে না পারলে সেখানে পুলিশ দিয়ে হলেও হয়রানি করেন, মোহাম্মদ আলীর ছেলের সাথে তার চুক্তি হয় যে তাকে জমির দখল নিয়ে ঘর উঠিয়ে দিলে ২শতক জমি দিবে।
আবু তালেব এর ভাগিনা আমিরুল ইসলাম হিরা বলেন, কিছুদিন আগে মিষ্টি নজরুল বলে যে আমাকে ৫লক্ষ টাকা দাও আমি সকল জয় জামেলা শেষ করে দিব। আমাদের সাফ কাবলা জমির সকল কাগজপত্র সঠিক আছে তোমাকে কেন টাকা দিব, এই কথা বলতেই সে চলে যায়।
পুটিজানা ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা দিল আফরোজ শামীম বলেন, আমাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যার তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে আমি জমা দিয়েছি। তবে এই জমির প্রকৃত মালিক আবু তালেব।
এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, আমি ২ শতক জমি বা টাকা চাইনি ও বলিও নি। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহিনুজ্জামান এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তদন্ত করে দেখবো আপনি আসেন এই বলে তিনি ফোন কেটে দেন।