ময়মনসিংহে ছিনতাইকৃত অটো মিশুক গাড়ী উদ্ধারসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে ছিনতাইকৃত অটো মিশুক গাড়ী উদ্ধারসহ গ্রেফতার ৩

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ছিতনাইকৃত ১টি চোরাই ব্যাটারী চালিত অটো মিশুক গাড়ী উদ্ধার সহ ৩জনকে গ্রেফতার করেছে । ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, একটি ব্যাটারী চালিত অটো মিশুক গাড়ী ছিনতাই হলে গত ২০ আগস্ট”২০২৩ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার দ্রুত বিচার আইনে রুজু ৬২ নং-মামলা রুজু হয়। মামলার পর ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মনিরুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মামলা রুজুর ৩ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে ময়মনসিংহ সদরের ময়লাকান্দা হতে ছিনতাইকারী মুক্তাগাছার থানার কাঠ বউলার আলা উদ্দিন(২০), কাশরের (বউবাজার) অভি (২১) ও মোঃ মিজু(২২)কে গ্রেফতার করা হয়। আসামীদের স্বীকারোক্তিতে ছিনতাইকৃত একটি ব্যাটারী চালিত অটো মিশুক গাড়ী উদ্ধার করা হয়।