জামালপুরে আবাসিক হোটেল থেকে ‘আপত্তিকর’ অবস্থায় ৯ নারী-পুরুষ আটক

জামালপুরে আবাসিক হোটেল থেকে ‘আপত্তিকর’ অবস্থায় ৯ নারী-পুরুষ আটক

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ  

জামালপুরে আবাসিক হোটেল থেকে ‘আপত্তিকর’ অবস্থায় ৯ নারী-পুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সন্ধ্যায় জামালপুর রেলওয়ে স্টেশন এলাকার আবাসিক হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এসময় অন্তী আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান। তিনি বলেন, রেলওয়ে স্টেশন রাস্তার পাশে বেশ কিছু আবাসিক হোটেল গড়ে উঠেছে। এসব হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে অন্তী আবাসিক হোটেল থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

LATEST POSTS