সিএনজি থেকে অবৈধ চাঁদা আদায়কালে  চাঁদাবাজদের ধরলেন মসিক মেয়র

সিএনজি থেকে অবৈধ চাঁদা আদায়কালে চাঁদাবাজদের ধরলেন মসিক মেয়র

August 25, 2023 107 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু আজ বৃহস্পতিবার বিকেলে শম্ভুগঞ্জ থেকে ফেরার পথে ব্রহ্মপুত্র ব্রীজের পশে ১০-১৫ জন ব্যক্তিকে সংঘবদ্ধভাবে সিএনজি থেকে চাঁদা আদায় করতে দেখলে তিনি তার গানম্যান মোঃ নাঈমুর রহমান ও সহকারী মোঃ সিরাজুল ইসলামকে চাঁদাবাজদের ধরতে নির্দেশ দেন। এ সময় তারা দুজন চাঁদাবাজকে আটক করে ময়মনসিংহ কতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে এবং বাকিরা পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তিরা হলেন পাটগ্রাম এলাকার মোঃ আব্দুর রহমান অপু (২৩) এবং মোঃ শাওন আহমেদ (২১)।

অবৈধ চাঁদাবাজদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

সাম্প্রতিক