ময়মনসিংহে ৪ বেকারি ও মিষ্টির কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  

ময়মনসিংহ নগরীর মাসকান্দায় বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে স্বনামখ্যাত মিষ্টি ও বেকারির কারখানায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্বাস্থ্যকর নোংরা শ্যাতশ্যাতে পরিবেশ মিষ্টি ও বেকারি পণ্য তৈরির অভিযোগসহ কারখানার কর্মচারিদের কোনো স্বাস্থ্য সনদ না থাকায়, হাতে পর্যাপ্ত ব্যাক্টেরিয়া থাকায় এই জরিমানা করা হয়। তাদের সময় বেধে দেয়া হয় এর মধ্যে পরিবেশের উন্নতি না করলে এবং নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হবে বলে সতর্ক করে দেন ভ্রাম্যমান আদালত।

গতকাল বৃহস্পতিবার (২৪ আগষ্ট) ও বুধবার (২৩ আগস্ট) গত দুইদিন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামান বিসিক শিল্প এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ২৪ আগষ্ট দুপুরে ময়মনসিংহের স্বনামখ্যাত মিষ্টিকানকে ৩লাখ ও ঢাকা মিষ্টিমূখকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২৩ আগস্ট অভিযান চালিয়ে রয়েল বেকারিকে ৩লাখ ও রুমা বেকারিকে ২লাখ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন, মনিটর কর্মকর্তা ইমরান হোসেন মোল্লা, নগরীর স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারাসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।##

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার