ভোট চোর সরকারের পতন ঘটিয়ে জনগণ ঘরে ফিরে যাবে-ময়মনসিংহে আবুল খায়ের ভূঁইয়া

ভোট চোর সরকারের পতন ঘটিয়ে জনগণ ঘরে ফিরে যাবে-ময়মনসিংহে আবুল খায়ের ভূঁইয়া

August 26, 2023 163 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ভোট চোর সরকারের পতন ঘটিয়ে জনগণ ঘরে ফিরে যাবে। তিনি বলেন, সরকারের পদত্যাগ ,,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আজ গণ দাবিতে পরিণত হয়েছে।গণ দাবিকে উপেক্ষা করে আবারও একতরফা নির্বাচন করতে গেলে সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ।
তিনি আজ  শনিবার বিকেলে ময়মনসিংহ মহানগরের নতুন বাজারে বিএনপি কার্যালয়ের সামনে  কালো পতাকা গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । সরকারের পদত্যাগ ,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে আজ দেশব্যাপী মহানগরে কালো পতাকা গণ মিছিল কর্মসূচি পালন করে বিএনপি।
সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন আওয়ামী লীগ নেতারা গণ আন্দোলনে ভীত হয়ে পাগলের প্রলাপ বকছে ।আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন,কলো যেমন শোকের রং,তেমনি প্রতিবাদেরও রং।যুগে যুগে বিশ্ববাপী প্রতিবাদ স্বরুপ কালো পতাকা বেবহৃত হয়েছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং বিএনপির আন্দোলনকে বিভ্রান্ত করতে তিনি জ্ঞানপাপীর মত মিথ্যাচার করছেন।মিথ্যার ওপর কোনো ডিগ্রী থাকলে এই ভদ্রলোককে দেয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।


ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ,সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া ,বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ,সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, ।বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম,দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু,উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ।
সমাবেশ শেষে কালো পতাকা হাতে নিয়ে বিএনপি নেতাকর্মীরা গণ মিছিল দলীয় কার্যালয় সামনে থেকে বের করে বাতির কলের মোড় হয়ে টাউন হলের দিকে যেতে চাইলে বাতির কল মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেয়। বাক বিতন্ডতার পর সেখানে সংসংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ সেখানেই গণমিছিলের সমাপ্তি ঘোষণা করেন। এখানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আবুল খায়ের ভূঁইয়া ,সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স , মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বক্তব্য রাখেন ।এখানে নেতৃবৃন্দ গণ মিছিলে বাধা প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারের অন্যায় আচরণ মেনে নেয়া হবে না। সরকার সু কৌশলে পুলিশকে জনগণের আন্দোলনের বিপক্ষে দাড় করাচ্ছে। নেতৃবৃন্দ পুলিশের প্রতি জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ না করার আহ্বান জানান ।

সাম্প্রতিক