ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকের  চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া (৩৫) সদর উপজেলার ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের বাজিতপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বিকেলে জুয়েল মোটরসাইকেলযোগে কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।