ধোবাউড়া উপজেলায় গ্রেফতারকৃত নেতাকর্মীদের বাড়ীতে এমরান সালেহ প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ দিনব্যাপী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিভিন্ন গ্রামে সম্প্রতি গ্রেফতারকৃত নেতাকর্মীদের বাড়ীতে যান এবং তাদের পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করেন।
এমরান সালেহ প্রিন্স আজ সকালে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের গোস্তাবলী গ্রামে ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম,দুপুরে সদর ইউনিয়নের দর্শা গ্রামে ওলামা দল নেতা আলী আজগর , ঘোষগাঁও ইউনিয়নের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহরিয়ার আকন্দ শাওন ,যুবদল কর্মী মাসুদ মিয়া, গোয়াতলার মোখলেসুর রহমানের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন এবং পুলিশ প্রশাসনের প্রতি হয়রানী, দমন, নিপীড়ন বন্ধ করার আহ্বান জানান ।এসময় তিনি গোস্তাবলী ,দর্শা,ঘোষগাও ও গোয়াতলা বাজারে গণ সংযোগ এবং শুভেচ্ছা বিনিময় করেন ।

ধোবাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের মতবিনিময়

এছাড়াও তিনি ধোবাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ।

এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক জি এম আজহারুল ইসলাম কাজল,আনিসুর রহমান মানিক,মোয়াজ্জেম হোসেন খান লিটন,ফরহাদ রাব্বানী সুমন, বিএনপি নেতা ওয়াহেদ তালুকদার,রফিকুল ইসলাম উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল,যুগ্ম আহ্বায়ক কাছুম উদ্দিন,জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন ,সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দোলোয়ার হোসেন,সদস্য রাজু খান,উপজেলা তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন,সদস্য সচিব মামুন হাসান প্রমুখ উপস্থিত ছিলেন ।

হালুয়াঘাটে বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের সাথে মতবিনিময়

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের কৈলাটি বাজার, স্বদেশী ইউনিয়নের ঘাসিগাও বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং সন্ধ্যায় শাকুয়াই ইউনিয়ের ভাট্টা বাজারে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।এসময় তিনি গণ সংযোগ ও শুভেচ্ছা করেন ।
মতবিনিময় সভায় তিনি নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণের প্রতি এক দফার চলমান আন্দোলনে আরো ব্যাপকভাবে সম্পৃক্ত হবার আহ্বান জানান ।তিনি বলেন, চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি সর্বাত্মকভাবে পালন করে গণ অভূত্থানের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে হবে,গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে ।
এসময় হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা আবদুল হাই,মিজানুর রহমান মিজান, শহীদুল হক খান সুজন,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন ,যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন ,সিরাজুল ইসলাম শাহীন,মির্জা সাফায়েত হোসেন তায়েব,মোহাইমেনুল ইসলাম রবিন, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন,আবদুস সালাম,রুহুল আমিন,আলী আকবর আকন্দ প্রমুখ
বক্তব্য রাখেন ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার