নান্দাইলে বাসচাপায় দুই অটোরিকশার যাত্রী নিহত

নান্দাইলে বাসচাপায় দুই অটোরিকশার যাত্রী নিহত

BMTV Desk No Comments

স্টাফ রিপোটার, ময়মনসিংহ থেকে,
ময়মনসিংহের নান্দাইলে বাসচাপায় সাইফুল ইসলাম ও বৃষ্টি আক্তার নামে দুই অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মুসল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ফতেপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে ও নান্দাইলের মুসুল্লি ইউনিয়নের চপই দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। বৃষ্টি আক্তার নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামের মো. আব্দুর রাশিদের মেয়ে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মতিউল আলম

LATEST POSTS