ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা জুনাইদ আহমেদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার সকালে বাড়ির পাশে সেচ পাম্পের তাড়ে জড়িয়ে তার মৃত্যু হয়।
জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের পল্লী চিকিৎসক ফজলুল হক আনোয়ারীর ছেলে মাওলানা জুনাইদ আহমেদ কৃষি ক্ষেতে সেচ পানি দিতে যায়। পানি দেওয়ার জন্যে নিজ বাড়ি সংলগ্ন সেচ পাম্পের বিদ্যুতের লাইনের সংযোগ দিতে গেলে সেখানে সে তাড়ে জড়িয়ে পরে। তখন ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকেরর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টে জুনায়েদের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।