এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সব যানবাহন চলতে পারবে না

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সব যানবাহন চলতে পারবে না

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সব যানবাহন চলতে পারবে না। কিছু যানবাহনের চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মোটরসাইকেল ও থ্রি-হুইলার চলাচল করতে পারবে না। উঠতে পারবে না পথচারী, রিকশাসহ তিন চাকার গাড়ি। শুধুমাত্র চার চাকার গাড়ি চলাচল করতে পারবে। এজন্য ওইসব গাড়িকে টোল গুনতে হবে।
প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ও হালকা ট্রাককে ৮০, বাস ও মিনিবাস ১৬০, মাঝারি ট্রাক ৩২০ এবং ভারি ট্রাক বা ট্রেইলরে ৪০০ টাকা টোল দিতে হবে।

LATEST POSTS