ফুলবাড়ীয়ায় নিখোঁজের দুইদিন পর মৎস খামার থেকে লাশ উদ্ধার

image

You must need to login..!

Description

ফুলবাড়ীয়া প্রতিনিধি : গতকাল সোমবার উপজেলার ভবানীপুর ইউনিযনের টানপাড়া পাগলা বাড়ী এলাকার একটি মৎস্য খামার থেকে ভাসমান অবস্থায় রাজমিস্ত্রি যুবক রাসেলের মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। স্থানীয়রা জানায়, দুইদিন আগে রাতে রাসেল বাড়ী থেকে বের হয়ে যায়। এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানায় নিখোঁজ জিডি করতে আসে তার পরিবার। রাসেলের ধাত্রী মা ফজিলা খাতুন
জানান, শনিবার রাত নয়টার দিকে রাতের খাবার শেষে তার ঘরে ঘুমোতে যায়।
রাসেলের স্ত্রী ওই রাতে বাবার বাড়ীতে থাকায় ধাত্রী মা পার্শ্ববর্তী এলাকায় বাচ্চা খালাস করতে গিয়ে সন্তানের সাথে মোবাইলে বলেন ” বাবা বৌমা তো বাড়ীতে নেই, তুমি তোমার বাবার সাথে ঘুমিয়ে পড় “। পরদিন সকালে মা ধাত্রীর কাজ শেষ করে রাসেলের ঘরে গিয়ে দেখেন দরজা খোলা রাসেল ঘরে নেই। খোঁজাখুঁজির পর রাসেলকে না পেয়ে থানায় নিখোঁজ জিডি করতে আসলে, পুলিশ আতœীয় স্বজনের বাড়ী দেখে বিকেলে জিডি করতে বলে।
নিখোঁজের দুইদিন পর সোমবার সকালে এলাকাবাসী রাজমিস্ত্রি রাসেলের লাশ বাড়ীর পাশে মৎস্য খামারে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতের শরীরে আগাতের কোন চিহ্ন দেখা যায়নি বলে পুলিশ জানায়। যদিও নিহতের বোন মাবিয়ার দাবি , তাঁর ভাইয়ের চোখে আঘাতের চিহ্ন ছিল।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো.শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। মামলার প্রস্তুতি চলছে।
প্রাথমিক জিঞ্জাসার জন্য রাকিব ও আল- আমিন নামের দুইজনকে আটক করে থানায় নিয়ে যান পুলিশ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার