স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই(নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার ভাটিকাশর সাকিনস্থ পাদ্রি মিশনের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী নুরুল আমিন @ লাল চাঁন (২৭), পিতা-সুলতান @ মদন, সাং- কৃষ্টপুর দক্ষিন পাড়া, রাব্বী মিয়া (২৫), পিতা-মোহাম্মদ আলী, সাং-নওমহল গরুর খোয়ার মোড়, মোঃ নয়ন (২৭), পিতা-আরিফ রব্বানী, সাং-বাড়েরারপুল (ভাসমান), সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেকে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে ০৩টি চাকু উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) শামছুজ্জামান,এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার আরকে মিশন রোড সমাজ সেবা অধিদপ্তর এর সামনে হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী মাহবুবুল হক (৫২), পিতামৃত-শামসুল ইসলাম, , সাং-৪০ আরকে মিশন রোড, দিপু মোড়ল (২৩), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-চর ঘাগড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) জোবায়ের খালিদএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার ভাটি কামর এলাকা হতে আত্মহত্যার প্ররোচনা মামলার আসামী ডালিম রিচিল (৩৩), পিতামৃত-বীরেশ রেমা, সাং-উত্তর আকন পাড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, এপি/সাং- ভাটিকাশর উত্বরণ নাসিং সেন্টার ৩য় তলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) তাইজুল ইসলাম এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চর বড়বিলা সাকিনস্থ জনৈক হাসেম এর ফিসারীর পাশ হইতে জুয়া মামলার আসামী মোবারক হোসেন (৩০), পিতা-মোঃ ফজর উদ্দিন, সাং-চর বড়বিলা, থানা- কোতোয়ালী, হুমায়ুন কবির (৩২), পিতামৃত-আঃ রহিম, সাং-তেরশিরা, থানা-গৌরীপুর, উভয় জেলা-ময়মনসিংহদ্বযকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)ফারুক আহমেদএর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার সেহড়া এলাকা হতে ভরণ পোষন মামলায় আসামী ইমরান নুর শুভ (২৭), পিতা-মোঃ হেলাল মাহমুদ, সাং সাং-সারদা ঘোষ রোড, এপি/সাং-সেহড়া ডিবি রোড, বড় বাড়ী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)মনিতোষ মজুমদার এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার খাগডহর বাঘেরকান্দা এলাকা হতে অন্যান্য মামলার আসামী আল আমিন (৩০), পিতা-হামু, ফারুক (৩৮), পিতা-ইমাম , হানিফ (৬৫), পিতামৃত-রজব আলী, ফারুক হোসেন (৫২), পিতা-আঃ খালেক, সর্ব সাং-খাগডহর বাঘেরকান্দা, হযরত আলী (৪০), পিতা-নুর মোহাম্মদ, ইউসুফ (৫৩), পিতামৃত-হযরত আলী, সুরুজ (৫৫), পিতামৃত- মাইনুদ্দিন, সর্ব সাং-বাজার কুষ্টিয়া, সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)উত্তম কুমার দাস এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার মাসকান্দা এলাকা হতে অন্যান্য মামলার আসামী সোহাগ (৩৪), পিতামৃত- দুলাল ড্রাইভার, সাং- বাশবাড়ী কলোনী, থানা-ময়মনসিংহ সদর, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)হারুন অর রশিদ এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার রহমতপুর এলাকা হতে অন্যান্য মামলার আসামী রাজিব(২৫), পিতা- আঃ ছাত্তার , গ্রাম- চর নিলক্ষীয়া (চরনিলক্ষিয়া উজানপাড়া) , ময়মনসিংহ সদর, জেলা – ময়মনসিংহ,কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)সুমন দেবনাথ এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানারএলাকা হতে অন্যান্য মামলার আসামী আসাদুজ্জামান রনি(২৮), পিতা-মোঃ মান্নান খালাসী, সাং- মনিরকান্দী, ওয়ার্ড নং-০৫, গোহালা ইউনিয়ন, থানা- মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জকে,কে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই তাইজুল ইসলাম, এএসআই নুরুজ্জামান, আব্দুস ছাত্তার, আবুল হাসান থানা এলাকা হতে নিম্নলিখিত পরোয়ানা তামিল করেন। সিআর গ্রেফতারী পরোয়ানায় ময়মনসিংহ সদরের হাসিনা খাতুন (), রাঘবপুর (পো: রাঘবপুর মাদ্রাসা) আঃ কাইয়ুম (), গ্রাম- রাঘবপুর (পোঃ রাঘবপুর মাদ্রাসা) কে গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।