মুক্তাগাছায় রিকশাচালক হত্যা মামলার আসামি রাজিব গ্রেপ্তার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

মুক্তাগাছায় রিকশাচালক উসমান হত্যা মামলার আসামি মো. রাজিব’কে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিয়াচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত রাজিব মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের বিজয়পুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, চলতি বছরের ২ জুন দিবাগত রাতে মুক্তাগাছার বিজয়পুর গ্রামে পূর্ব শক্রতার জেরে রাজিবসহ তার সহযোগীরা উসমান (২৮) নামে এক রিকশাচালকের গলায়, কাঁধে ও পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা আব্বাস আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরেই আসামিরা কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাজিবকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার