গফরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

গফরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

আজ শনিবার সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে শারমিন আক্তার বকুল (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।নিহত গৃহবধূর বাড়ি উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে।তার স্বামীর নাম মোজাম্মেল হক মাষ্টার।
জানা যায়, শারমিন আক্তার বকুলকে শুক্রবার রাতে নিজ বসত ঘরের বারান্দায় বিষাক্ত সাপে কামড় দেয়।রাতেই ঐ গৃহবধূকে স্থানীয় ভাবে কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক মাধ্যমে বিষমুক্ত করার চেষ্টা করেন।পরে কবিরাজের পরামর্শে সাপে কামড়ের বিষ পরীক্ষার জন্য শনিবার সকালে গৃহবধূ শারমিন আক্তার বকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন।চিকিৎসকরা পরীক্ষকা জানায় রোগীর শরীরে কোন সাপের বিষ নেই। হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় তিনি মারা যান। নিহত গৃহবধূর মেয়ের জামাতা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেদনাদায়ক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ##

LATEST POSTS