অপহরণের ৭২ ঘন্টার মধ্যে ভিকটিম উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
অপহরণের ৭২ ঘন্টার মধ্যে ৯ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া দক্ষিণ খন্ড এলাকায় আমান টেক্সটাইল এর পিছন হতে অপহরণকারী মোঃ ফাহিম আহম্মেদ (১৯)কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অক্ষত ভিকটিম আফরিন দীনা (১৪)কে উদ্ধার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, গত ৬ সেপ্টেম্বর ভিকটিম আফরিন দীনা (১৪) কাপড় কিনার জন্য নান্দাইল বাজারে যাওয়ার পথে নান্দাইল থানার নান্দাইল ভুমি অফিস সংলগ্ন মায়বনের সামনে পাকা রাস্তার উপর পৌছা মাত্রই অপহরণকারীরা জোর পূর্বক মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে চলে যায়। এই সংক্রান্তে বাদী প্রথমে নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন এবং পরবর্তী থানায় অভিযোগ করলে নান্দাইল থানার মামলা নং-১২, তারিখ-০৯/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০ রুজু হয়।
মামলাটি রুজু হওয়ার সাথে সাথে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহমেদ ভুইয়ার নির্দেশে ডিবি’র টিম ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত এজাহার নামীয় ১ নং আসামী নান্দাইল থানার আচারগাঁও নাথপাড়া মোঃ ফাহিম আহম্মেদ (১৯) কে ৯ সেপ্টেম্বর রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া দক্ষিণ খন্ড এলাকায় আমান টেক্সটাইল এর পিছন হতে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ভিকটিম আফরিন দীনা (১৪)কে উদ্ধার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।###

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার