ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

September 12, 2023 101 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় চঞ্চল মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় শরীফ (২৭) নামে এক যুবক আহত হয়েছেন।
সোমবার (১১ সেপ্টম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়াশর্শী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত চঞ্চল মিয়া ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে। আহত শরীফ একই এলাকার আলতাব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে চঞ্চল তার বন্ধু শরীফকে নিয়ে হারুয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে ঈশ্বরগঞ্জ বাজারের দিকে আসছিলেন পথে মাইজবাগ ইউনিয়নের হারুয়াশর্শী এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা এক ট্রাক তাদের চাপা দেয়। এতে চঞ্চল ও শরীফ আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত চঞ্চলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখান থেকে চঞ্চলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত চঞ্চল মিয়ার পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেননি। তবে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাম্প্রতিক