ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ, কিছু মানুষ কোটিপতি হচ্ছে, এ অবস্থা চলতে পারেনা – ময়মনসিংহে নজরুল ইসলাম খান  

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেছেন, লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে আর হাজারো মানুষ মারা যাচ্ছে। অন্যদিকে হাতেগোনা কিছু মানুষ লাখোপতি হচ্ছে, কোটিপতি হচ্ছে, কোটি কোটিপতি হচ্ছে। এ অবস্থা চলতে পারেনা। চলতে পারেনা বলেই আমাদেকে সেই লড়াইটা করতে হবে। যে লড়াই একদফার লড়াই। যে লড়াই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের লড়াই। এটা সম্ভব শুধু একটা নির্দলীয় সরকারের অধিনে। বিএনপি সেই আন্দোলনকে জোরদার করার চেষ্টা করছি। পাশাপাশি জনগণের দুর্ভোন লাগবে ভূমিকা পালন করছি। বুধবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ময়মনসিংহে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। এসময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরিফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, শাহ শিব্বির আহমেদ বুলু, কাজী রানা, অ্যাডভোকেট এম এ হান্নান খান, এ কে এম শাহবুবুল আলম, শামীম আজাদ, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সায়িদ, যুবদলের দক্ষিণ জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নগরীর বিভিন্ন সড়কে লিফলেট বিতরণকালে নতুনবাজার এলাকায় পুলিশের বাঁধার মুখে নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে ফিরে যান। পরে নজরুল ইসলাম খানসহ নেতৃবৃন্দ ময়মনসিংহ প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ##

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার