স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, ডিবির অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪জন কে গ্রেফতার করেছে ।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, এসআই(নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার আকুয়া সরদার বাড়ী সাকিনস্থ মোঃ খায়রুল বাশার (৩৫) পিতা-মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এর বসত বাড়ী সংলগ্ন পূর্ব উত্তর কোনে রাস্তা হতে ১২ সেপ্টেম্বর রাতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী প্রান্ত হাসান (২১), পিতা-মৃতঃ তারা মিয়া, মোঃ রাইতুল হোসেন জিহাদ (২২), পিতা-মোঃ শাহজাহান আলী, উভয় সাং-আকুয়া হাবুন বেপারীর মোড়, উদয় @ হৃদয় রায় (২১), পিতা-উত্তম কুমার রায়, সাং-ধোপাখোলা দত্ত বাড়ীর ভাড়াটিয়া (ভাসমান), মুসা সরকারের বাড়ীর পিছনে, মেহেদী হাসান সানি (২৭), পিতা-মোছাঃ মজনু ড্রাইভার, সাং-চরপাড়া কপিক্ষেত, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

চুরির প্রস্তুতিকালে লোহারকাটারসহ আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্য গ্রেফতার
গত ১২ সেপ্টেম্বর রাতে এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষণ সংগীয় অফিসার ফোর্সসহ মহাসড়কে ডিউটি করাকালীন কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ মোড়ে উপস্থিত হয়। এমন সময় একটি দোকানকে লক্ষ করিয়া তালা কাটার জন্য লোহার কাটার নিয়া দোকানের দিকে যাওয়ার সময় একটি লোহার কাটারসহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য রাজু হাসান হৃদয় (২৩), পিতা-সাইদুল ইসলাম, সাং-শম্ভুগঞ্জ সবজিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কাটারসহ গ্রেফতার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।তার বিরুদ্ধে ০১টি চুরি মামলা রয়েছে।