ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার ৪

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার ৪

September 13, 2023 99 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান,  এসআই(নিঃ) শামছুজ্জামান এর নেতৃত্বে কোতোয়ালী থানার একটি চৌকশ টীম অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলার ঘটনায় তদন্তে সন্দিগ্ধ এবং ০১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোতাহের হোসেন খান মুন্না (৩০), পিতা-মোঃ আতাউল করিম খান, (গ্রাম-চরকালীবাড়ী (লাল কুটির দরবার শরীফ মোড়), উপজেলা ময়মনসিংহ সদর, ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মোঃ আব্দুল মোতালেব কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে কোতোয়ালী থানার একটি চৌকশ টীম অভিযান পরিচালনা করিয়া নিয়মিত আত্মহত্যার প্ররোচনা মামলার একমাত্র আসামী বরকত উল্লাহ(২৫), পিতা-মৃত জালাল উদ্দিন, গ্রাম-আকুয়া বোর্ড ঘর , থানা- ময়মনসিংহ সদর, ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মাসুদ জামালীএর নেতৃত্বে কোতোয়ালী থানার একটি চৌকশ টীম অভিযান চালিয়ে বাকৃবি শেষ মোড় হতে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আসামী সাব্বির হোসেন শান্ত(২৬), পিতা-মোঃ জালাল উদ্দিন , ঠিকানা: স্থায়ী: (সাং-বাকৃবি শেষ মোড়) , উপজেলা ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, সুমন মিয়া(২৩), পিতা-মৃত উসমান , ঠিকানা: স্থায়ী: (সাং-আকুয়া ভাঙ্গাপুল) , উপজেলা ময়মনসিংহ সদর, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাম্প্রতিক