গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ
গফরগাঁও রেলষ্টেশনের কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ (৩০)পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করেছে বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর সকাল ৮টার দিকের । মৃত লাশের পরনে ছিল লঙ্গি ও জামা । স্বাভাবিক অথবা অস্বাভাবিক মৃত্যু কিনা এখনো ধারনা করা যাচ্ছে না । পুকুর থেকে লাশ উদ্ধারের সময় শত শত উৎসুক নারী ও পুরুষ ভীড় জমায় । লাশ উদ্ধারের সময় গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ সহ পুলিশের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিল ।