September 16, 2023
77
No Comments

You must need to login..!
Description
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো: হেদায়েত উল্লাহ নামের (৩) এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হেদায়েত উল্লাহ রৌহা গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা দুপুরে রান্না ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। একপর্যায়ে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুর থেকে মোঃ হেদায়েত উল্লাহকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।