গফরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গফরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

সজনে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা নাগাদ গফরগাঁওয়ের পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের বলদী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম জাহিদ (১৪)। সে স্থানীয় ফললুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় নবম শ্রেণিতে অধ্যয়ণরত ছিল।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী স্বদেশ বন্ধু জনান, নিহত জাহিদ সকালে বাড়ির আঙিনায় থাকা সজনে গাছে ডাল কাটার সময় বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৌসুমী আক্তার মৃত ঘোষনা করেন।

অপরদিকে গফরগাঁও পৌর এলকার নগর হোসনাবাদ গ্রামের শিশুকলি একাডেমি সংলগ্ন একটি গাছ থেকে কামরাঙ্গা পেরে পাশের কাঠাল গাছ দিয়ে নিচে নামার সময় বিদ্যুৎপৃষ্ট হয় শিশু সাজ্জাত হোসেন (৭)। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
রোববার বিকেল সাড়ে ৩টা দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাজ্জাত তার মায়ের সাথে গফরগাঁও পৌর এলাকার শিলাসাী ইমামবাড়ি গ্রামের নিজ বাসায় বসবাস করত। সে নান্দাইল উপজেলার মহেশকুড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। নিহত শিশুটির মামা নূর মোহাম্মদ রাসেল অভিযোগ করে বলেন, ঘটনাস্থলের পাশেই একটি বিদ্যুতের খুঁটিকে ঠিক রাখতে সিলভারের তার দিয়ে ওই কাঠাল গাছে টানা দেয়া হয়েছে। ওই তারেই বিদ্যুৎপৃষ্ট হয়ে তার ভাগ্নে মারা যায়। বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারনেই এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে মনে করছেন তিনি। ##

LATEST POSTS