You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
দীর্ঘ ১১ বছর পরে ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় চাঞ্চল্যকর একই পরিবারের ৩ জন কৃষক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত অন্যতম প্রধান আসামী মোঃ এরশাদ আলী(৪৫) গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ। আজ ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাতে সোয়া ১২টায় নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বারইপাড়া এলাকা হতে ধোবাউড়ার থানার চোরের ভিটা গ্রামের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী এরশাদ আলী (৪৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
সুত্র জানায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গত ২২জানুয়ারি’২০০৬ তারিখে সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার চোরের ভিটা গ্রামের একই পরিবারের ৩ জন সদস্য হরিদাশ সূত্রধর (৩৮), বিমল সূত্রধর(২৫) এবং নিরঞ্জন সূত্রধর(৪০) কে ধৃত আসামী ধোবাউড়া থানার চোরের ভিটা গ্রামের ওমর আলী ছেলে এরশাদ আলী (৪৫) সহ তার আত্নীয় স্বজন মিলে নিহতদের বসত বাড়িতে প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। ঘটনাস্থলে ২ জন হরিদাশ সূত্রধর(৩৮) ও বিমল সূত্রধর(২৫) মারা যায় এবং আহত নিরঞ্জন সূত্রধর(৪০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ ফেব্রুয়ার ‘২০০৬ মৃত্যুবরণ করেন। পরবর্তীতে মৃতের ভাই শ্যামল সূত্রধর(৪০) ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । যার ধোবাউড়া থানার মামলা নং- ৭(১)০৬ তারিখ ২৩/০১/২০০৬ ধারা-১৪৭/১৪৯/৪৪৭/৩২৫/৩২৬/৩০২/১১৪/৩৪ পেনাল কোড। পরবর্তীতে দীর্ঘ ৬ বছর মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকার পরে গত ১৪ অক্টোবর ২০১২ তারিখে বিজ্ঞ আদালত উক্ত মামলায় রায় প্রদান করেন।।
গোপন সংবাদের ভিত্তিতে মেজর আখের মুহম্মদ জয় এর নেতৃত্বে আসামিদের অবস্থান সনাক্তের মাধ্যমে আজ ১৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. রাত সোয়া ১২টায় নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বারইপাড়া এলাকা হতে কৃষক হরিদাশ সূত্রধর(৩৮), বিমল সূত্রধর(২৫) এবং নিরঞ্জন সূত্রধর(৪০) হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক অন্যতম প্রধান আসামী ধোবাউড়া থানার চোরের ভিটা গ্রামের ওমর আলী ছেলে এরশাদ আলী (৪৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।###
মতিউল আলম