You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিএনপির নেতাকর্মীদের ওপর দমন নিপীড়ন বন্ধ করে রাজনীতির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তিনি আজ দুপুরে ধোবাউড়া ও হালুয়াঘাটে সাংবাদিকদের সাথে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার, হয়রানির বিষয়ে পৃথক পৃথক মতবিনিময় কালে প্রশাসনের প্রতি এই আহবান জানান।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গত কয়েকদিনে ধোবাউড়া-হালুয়াঘাটের বিশজন নেতাকর্মীকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করেছে পুলিশ।বাড়িতে বাড়িতে হামলা চালিয়ে হয়রানি করা হচ্ছে।সাধারণ নিরিহ মানুষও হয়রানির শিকার হচ্ছেন। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
তিনি বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার আন্দোলনের ভয়ে ভীত । আন্দোলন নস্যাৎ করতে তারা বিএনপির ওপর সাড়াশি আক্রমণ চালাচ্ছে। মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে তৃণমূলের নেতাকর্মী ,সমর্থকদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার ও হয়রানী করছে,তাদের পরিবার পরিজনের সাথে অসৌজন্য আচরণ করছে। তিনি বলেন, দেশ আজ চরম সংকটে,আর্ন্তজাতিকভাবেও সংকটে পড়েছে দেশ, দেশে গণতন্ত্র নেই,দমন পিড়ন দিয়ে ব্যর্থ এই সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে ।
ধোবাউড়া বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, আবুল কাশেম ডলার, ফরিদ আল রাজি কমল, নয়ন মন্ডল, মাহমুদুল হাসান সোহাগ,ফরহাদ আল রাজি,ফারুক হোসাইন,সারোয়ার হোসেন এবং হালুয়াঘাটের পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা বিএনপি নেতা আসলাম মিয়া বাবুল, আরফান আলী ,হোসনে আরা নীলু,রফিকুল ইসলাম, আবদুস সাত্তার , আবদুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন ।##
মতিউল আলম