You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ,
আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টা থেকে টাউন হল প্রাঙ্গণে ৭ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বই মেলা শুরু হচ্ছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পযন্ত খোলা থাকবে।মেলা সমাপ্ত হবে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার। সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় বাংলাদেশ পুস্তক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় বিভাগীয় প্রশাসনের ব্যবস্থায় জাতীয় গ্রন্থ কেন্দ্র এই মেলার আয়োজন করেছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন এর পরিচালনায় মতবিনিময় সভায় আরো জানান, মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, রেঞ্জ ডি্আইজি দেবদাস ভট্টাচা্য প্রমুখ।
বিভাগীয় কমিশনার আরো জানান, প্রতিদিন বই মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৩ সেপ্টেম্বর কচিকাঁচার মেলা, ২৪ সেপ্টেম্বর কুইজ প্রতিযোগিতা ২৫ সেপ্টেম্বর বিতর্ক প্রতিযোগিতা, ২৬ সেপ্টেম্বর চিত্রাংকন প্রতিযোগিতা, ২৭ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের গ্রল্প শোন।##