ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এড, পীযূষ কান্তি সরকার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৬ ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধোবাউড়া আসনে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক, ৯০ এর গণঅভ্যুত্থানে লড়াই সংগ্রাম আন্দোলনের বলিষ্ঠ হাতিয়ার, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট পীযূষ কান্তি সরকার বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী।
ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নে হরিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা স্বর্গীয় ইন্দ্রমোহন সরকার ও আশা রানী সরকারের কোলআলো করে ১৯৫৯ সনের ১ মার্চ জন্মগ্রহণ করেন এডভোকেট পীযূষ কান্তি সরকার। লেখাপড়া শেখে তিনি বর্তমানে খ্যতিমান আইনজীবী হিসেবে ময়মনসিংহ জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। এডভোকেট কান্তি সরকার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের গত কমিটিতে সম্মানিত সহ-সভাপতি হিসেবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি, আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার কার্যকারী কমিটির সম্মানিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগ নাসিরাবাদ কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা শাখার দপ্তর সম্পাদক ও সহ সভাপতি ছিলেন। ৯০ এর গণঅভ্যুত্থানে আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭৯ হতে ২০১৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নিজ সংসদীয় এলাকায় সক্রিয় বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ছাত্র জীবন থেকে অধ্যবধি তিনি জাতীয়, দলীয় সকল কর্মকান্ডে সক্রিয়ভাবে রাজপথে অংশগ্রহণ করে আসছেন । ১৯৯৬ সালে খালেদা জিয়ার সরকার পতনের আন্দোলন গন অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেন।

২০০১ সালে নির্বাচনে (পূর্বধলা ধোবাউড়া) আসনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন। ২০০১ সালে নির্বাচনের পর সারাদেশেই খালেদা নিজামীর দুঃশাসনের প্রতিবাদে সভা সমাবেশ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে বিশেষ ভূমিকা পালন করেন। এম এ, এলএল বি পাস করে ১৯৯০ সনে আইন পেশায় যোগদান ও দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বিনা পরিশ্রমিকে পরিচালনা করেন। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের আজীবন সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গেজুয়েট এরা আজীবন সদস্য।

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন পরিষদের সম্মানিত সদস্য। ময়মনসিংহ রাইফেলস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ ৩১৫এ৩ এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন । এডভোকেট পীযূষ কান্তি সরকার এর সহধর্মিনী কৃষিবিদ অতসী ভৌমিক , বর্তমানে ডেপুটি রেজিস্টার হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় , ময়মনসিংহ এ কর্মরত আছেন। কন্যা পৌষালী সরকার কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল সার্জন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। পুত্র অভিজিৎ সরকার পুর্ণ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার