তারাকান্দায় ইটবাহী ট্রলিতে ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত

তারাকান্দায় ইটবাহী ট্রলিতে ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের তারাকান্দায় ইটবাহী ট্রলিতে ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের ভাণ্ডারী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার হালুয়াঘাট উপজেলার সাব্বির (১৪) ও রাকিব (২৪)। তারা দুজনই ইটভাটার শ্রমিক।
শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাত দেড়টার দিকে শম্ভুগঞ্জের দিক থেকে ইটবাহী মাহিন্দ্র ট্রলি নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথে ভাণ্ডারী মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে দুই শ্রমিকের ওপরে ইট পড়ে। এতে ঘটনাস্থলেই সাব্বির ও রাকিব মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এসআই মো. রেজাউল বলেন, ট্রাক ও ট্রলি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

LATEST POSTS