একদিনে মসিকের খালের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে মাইলফলক

image

You must need to login..!

Description

মতিউল আলম, বি্এমটিভি নিউজঃ 
মসিকের খাল উদ্ধার উচ্ছেদ কার্যক্রমে আজ বুধবার এক মাইলফলক রচিত হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় আজ গোহাইলকান্দী খালের প্রায় ১ কিলোমিটার অবৈধ দখলদার উচ্ছেদ করা হলো।এতে ভাঙা পড়েছে প্রায় ২০ টি দোকান বাসা-বাড়িসহ অন্যান্য স্থাপনা । এ নিয়ে প্রায় ১১ কিলোমিটার খালের দখল উচ্ছেদ ও সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব মোঃ আরিফুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযানের নেতৃত্ব দেয়। এসময় প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ০৫ জুলাই থেকে খালের দখল উচ্ছেদ অভিযান শুরু হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর অব্যাহত ভাবে পরিচালিত অভিযানে প্রায় ১১ কিলোমিটার খালের অবৈধ দখল উচ্ছেদ ও সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

খালের অবৈধ দখল উচ্ছেদ ও সংস্কার কার্যক্রমের ফলে নগরীর জলাবদ্ধতা হ্রাস পাচ্ছে। সেইসাথে জলাবদ্ধতা কমে যাওয়া নাগরিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। খালের পাশপাশে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন। তারা অভিযান অব্যাহত রাখার আহবান জানান। নগরীর খালগুলো দখলমুক্তকরণ শেষে পরিকল্পিতভাবে খাল খনন ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয়ার জন্য দাবী জানিয়েছেন।

এব্যাপারে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, নাগরিকদের সহযোগিতা অব্যাহত থাকলে সুন্দর ও নিরাপদ নগর তোলা সম্ভব। বর্তমানে নগরীতে বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম চলমান রয়েছে। এতে নাগরিকদের কিছুটা কষ্ট ভোগ করতে হচ্ছে। চলমান উন্নয়ন কাজ শেষ হলে অনেকাংশে দুর্ভোগ কমে যাবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার