ময়মনসিংহে বিএনপি নেতা রানার ভুয়া অব্যাহতির চিঠি নিয়ে ফেসবুকে তোলপাড়,

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ
ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গফরগাঁও উপজেলার পাগলা থানা বিএনপির আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানাকে বিএনপি থেকে সাময়িক অব্যাহতি সংক্রান্ত একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে ফেসবুকে গত দুদিন ধরে বেশ তোলপাড় হয়।
এরপর বিষয়টি নজরে এলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিজ স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত বুধবার (২০ সেপ্টেম্বর) ফেসবুকে হীনস্বার্থ চরিতার্থ ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বিএনপির দলীয় প্যাড ব্যবহার করে ও তাঁর স্বাক্ষর জাল করে একটি কুচক্রীমহল প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং পাগলা থানা বিএনপির আহবায়ক ডা. মোফাখ্খারুল রইসলাম রানাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সাময়িক অব্যাহতি প্রদান করে। সেই সাথে অপর যুগ্ম আহবায়ক আখতারুজ্জামানকে উক্ত থানার ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব প্রদান বিষয়ে ফেসবুকে প্রকাশিত বানোয়াট প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হতে ও নেতাকর্মীদের সতর্ক হওয়ার আহবান জানান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভূয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন, এটি সম্পুর্ণরূপে সুপরিকল্পিত অপপ্রচার ও সংগঠন বিরোধী কোন ব্যাক্তি বা চক্র এ অসত্য প্রেস বিজ্ঞপ্তির সাথে জড়িত থাকতে পারে।
এদিকে গত বুধবার (২১ সেপ্টেম্বর) ডা. মোফাখখারুল ইসলাম রানাকে বিএনপি থেকে সাময়িক অব্যাহতির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ফেসবুকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
এদিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দাবী, অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে যারা এমন আপত্তিকর ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ করেছেন; তাদের বিরুদ্ধে দ্রæত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হোক।
নেতারা আরও বলেন, চলমান আন্দোলনকে বেগবান করতে রাত-দিন কাজ করে যাচ্ছেন ডা. মোফাখারুল ইসলাম রানা। অথচ এ নেতার বিরুদ্ধে এমন সময়ে যারা ভুয়া চিঠি ছড়িয়েছেন তারা বেইমান, বিশ্বাসঘাতক হয়ে সকলের কাছে ঘৃণিত হয়ে থাকবে। ##

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার