কুষ্টিয়ার রবীন্দ্র কুঠীবাড়ীতে ভারতীয় হাই কমিশনার ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের আলোচনা

কুষ্টিয়ার রবীন্দ্র কুঠীবাড়ীতে ভারতীয় হাই কমিশনার ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের আলোচনা

BMTV Desk No Comments

এম এ খালেক খান :

কুষ্ঠিয়া জেলার শিলাইদহে ২৩ সেপ্টেম্বর ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা ও হাই কমিশনার কার্যালয়ের পদস্থ কর্মকর্তা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরকিওলজিক্যাল ডিপার্টমেন্টের উর্দ্ধতন কর্মকর্তা, কুষ্টিয়ার জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ সমন্বয়ে শিলাইদহের রবীন্দ্র কুঠীবাড়ী চত্বরে বিশ্ব করি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্ন পত্র,পদ্মা পারে রবীন্দ্রনাথ অবলম্বনে প্রামান্য চিত্র অনুষ্ঠান শেষে উপ মহাদেশের ধর্মীয় ও সামাজিক সাম্প্রীতি উন্নয়নে টিএমএসএস এর ভূমিকা বিষয়ক ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মার সহিত আলোচনা করছেন উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত বিশিষ্ঠ সমাজ বিঞ্জানী টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। এ সময় এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী, নানা শ্রেণির মানুষ, এলাকার ছাত্র শিক্ষক,আপামর জনসাধারণ, প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা,কর্মচারী, টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।