সন্তানসহ মায়ের বিষপান, ৩ শিশুর মৃত্যু

সন্তানসহ মায়ের বিষপান, ৩ শিশুর মৃত্যু

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ   

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ৩ সন্তানসহ বিষপান করেছেন এক গৃহবধূ। এ ঘটনায় ওই তিন শিশুর মৃত্যু হয়েছে। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক।
রোববার সকালে জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে যমুনা খাতুন বিষপান করেন। একইসঙ্গে দুই ছেলে ও এক মেয়েকে বিষপান করান ওই নারী। এতে তামজিদ (১৫), শাফিয়া আক্তার (১৪) ও শাহেদ (৫) নামের ওই তিন শিশুরই মৃত্যু হয়েছে। তাদের মা যমুনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষক্রিয়ায় তিন শিশুর মৃত্যু হয়েছে।

LATEST POSTS