You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৮ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্সসহ সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ সংলগ্ন কিশোরগঞ্জ টু ময়মনসিংহগামী পাকা রাস্তার উপর হতে একটি পিআপ গাড়ীযোগে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করার সময় আসামী আল আমিন ওরফে ভান্ডারী (৩৭), গ্রাম-চর নিলক্ষীয়া, কান্দাপাড়া, মোঃ জুয়েল মিয়া (৩৫), পিতা-মোঃ আব্দুল কাদির সরকার, গ্রাম-চর নিলক্ষীয়া বেপারীপাড়া, উভয় থানা-ময়মনসিংহ সদর, মোঃ কালাম (৩৫), পিতা-মৃত সুরুজ আলী, গ্রাম-বারুয়ামারী, থানা- গৌরিপুর, সর্ব জেলা- ময়মনসিংহদের কাছে থেকে ০৭ (সাত) কেজি গাঁজা সহ ধৃত করা হয়। আসামীগন দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং তাহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এসআই(নিঃ) কামরুল হাসান, নিরুপম নাগ-এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার ডাকাতির প্রস্তুতি কালে সন্দিগ্ধ আসামী ১। শহিদ (৪০), পিতা-মৃত ছানু মিয়া , গ্রাম-ফরগাতী, থানা- নেত্রকোনা, নেত্রকোনা, মামুন(২৬), পিতা-সাহাবুদ্দিন, সাং-চরপাড়া পুরাতন জনতা ব্যাংকের পিছনে, সুজন(৩২), পিতা-মৃত আবুল হোসেন সাং-চরপাড়া পুরাতন জনতা ব্যাংকের পিছনে মিঠুন(৩০), পিতা-মৃত মতি মিয়া , গ্রাম-চরপাড়া প্রাইমারী স্কুল, আলমাস (২৩), পিতা-মৃত জামাল হোসেন, সাং-কৃষ্টপুর (জামে মসজিদ সংলগ্ন), সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) রুবেল মিয়া, -এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার প্রতারনা মামলার আসামী দিলীপ কুমার (৪৪), পিতা মৃত নারায়ন কুমার দে, সাং-কালিবাড়ী রোড (তাজ বেঙ্গল এর বিপরীতে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ আল মামুন এবং এএসআই (নিঃ) মোঃ সোহেল রানা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় অভিযান চালিয়ে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী রিফাত (২৫), পিতা- মামুন, সাং- আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, কোতোয়ালী, ময়মনসিংহ, উজ্জল (২৮), পিতা- মনসুর আলী, সাং- খাগডহর ঘুন্টি, থানা- কোতোয়ালী,ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ) আসাদুজ্জামান, মোঃ আল মামুন, শামছুজ্জামান, এএসআই (নিঃ) সোহেল রানা, রফিকুল ইসলাম কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ থানা এলাকা হতে ১টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ৬ জন হলেন মমিন (২৭), গ্রাম- উজান ঘাগড়া (উজান ঘাগড়া) সোহান ওরফে বুদ্দা সোহান (), আকুয়া ওয়ালেস বোডঘর, মোশারফ হোসেন (২৮), গ্রাম- পুটিয়ালী পাল পাড়া, সাইদুল ইসলাম, , সাং- খাগডহর ঘুন্টি, সাইদুল ইসলাম ওরফে হাতকাটা সাইদুল (২৭) ও সুমন মিয়া (৩২), গ্রাম- খাগডহর ঘুন্টি, সর্ব থানা- ময়মনসিংহ সদর, –ময়মনসিংহ তক গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।