You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেন ভ্রমণে অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সতর্ক, রেলক্রসিং ও রেললাইন পারাপার, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে ভ্রমণ বন্ধে গণজনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করেছে গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ি। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আজিবুর রহমানের সভাপতিত্বে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ। সভায় তিনি রেললাইন ও রেলক্রসিং দেখে শুনে পারাপার এবং খেলাচলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করতে উপস্থিত সবাইকে অনুরোধ করেন। এছাড়াও পাথর নিক্ষেপের কুফল, ভয়াবহতা ও পাথর নিক্ষেপ আইনগত অপরাধ, পাথর নিক্ষেপের শাস্তি এবং মাদকদ্রব্য সেবনের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়। এ সময় ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে উপস্থিত সবার সহযোগিতা চান।
এছাড়াও প্রতিদিন রেলওয়ে প্লাটফর্মে দাঁড়ানো অবস্থায় সব ট্রেনের যাত্রীকে ট্রেন ভ্রমণের সময় অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু না খাওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আজিবুর রহমান বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে, মাদকদ্রব্য সেবন রোধে এবং রেলক্রসিং ও রেললাইন পারাপারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্টেশনে জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হয়।
সভায় পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন, রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার মানুষ, রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় দোকানি, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীরা উপস্থিত ছিলেন।