স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
কোতোয়ালী থানার চুরখাই থেকে চুরি হওয়া ভেকুটি গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ রাত ১১টায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাইজগাঁও এলাকা হতে উদ্ধার করেছে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চুরির সাথে জড়িতরা পালিয়ে যায়। চুরির ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, গত ১৯ সেপ্টেম্বর /২০২৩ দুপুর অনুমান আড়াইটায় ভেকুর মালিককে অজ্ঞাতনামা দুইটি মোবাইল নাম্বার হতে ফোন করে ত্রিশাল থানার কাজিরশিমলা সাকিনে জমি কাটার প্রয়োজন বলে জানায়।ভেকুর মালিক মোবাইলে জমির মাটি কাটার জন্য চুক্তি করে ভেকু চালক ইসরাফিলকে দিয়ে ভেকুসহ একই তারিখ ত্রিশাল কাজির শিমলার উদ্দেশ্যে পাঠান। গত ১৯সেপ্টেম্বর ২০২৩ তারিখ সন্ধ্যা ০৭. টায় ভেকুর চালক ভেকু নিয়া কোতোয়ালী থানার চুরখাই রূপসী বাংলা হোটেলের সামনে রেখে হোটেলে খাওয়ার জন্য যান। খাওয়া দাওয়া শেষে হোটেল হতে ভেকু চালক ইসরাফিল বের হয়ে দেখে ভেকুটি নাই। ভেকু চালক বিষয়টি ভেকুর মালিকে অবহিত করলে তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে এই সংক্রান্তে গত ২৬ সেপ্টেম্বর/২০২৩ কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৯৩, তারিখ-২৬/০৯/২০২৩ ইং, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়।
ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইয়ার নির্দেশ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনচার্জ, এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ রাত ১১টায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাইজগাঁও এলাকা হতে বাদীর চুরি যাওয়া ভেকু গাড়ীট উদ্ধার করা হয়। উক্ত চুরির ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।