কেন্দুয়ায় চাঞ্চল্যকর ষাটোর্ধ নারী হত্যা মামলার মূলহোতা ২ আসামী নরসিংদী থেকে গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
নেত্রকোণার কেন্দুয়ায় চাঞ্চল্যকর মোস্তফা আক্তার নামে ষাটোর্ধ নারী এক নারী (গৃহিনী) হত্যা মামলার মূলহোতাদ্বয়কে নরসিংদী শিবচরের কাবারচর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃতরা হলো- কেন্দুয়ার পাঁচহার (বড়বাড়ী) গ্রামের মৃত গুমেজ আলীর দুই ছেলে মো. আংগুর মিয়া (৫০) ও মো. নুর মিয়া (৪৫)। নিহত নারী একই গ্রামের নূর উদ্দিনের স্ত্রী।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে র‌্যাব-১৪ এর একটি দল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। এরআগে চলতি মাসের ১৬ তারিখ বিকেলে বাড়ির আঙ্গীনায় গাছের সাথে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হন ষাটোর্ধ ওই নারী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অপারেশন অফিসার ও সিনিয়র সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদেরকে কেন্দুয়া থানা পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী ও আসামিগণ একে অপরের প্রতিবেশি। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আসামিগণ প্রায় সময়ই ভুক্তভোগীসহ তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে আসতেছিল। চলতি মাসের ১৬ তারিখ আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে মোস্তফা আক্তার বসত বাড়ির পার্শ্বে ভোগদখলীয় জমিতে জাম্বুরা গাছে বেঁধে রাখা ষাঁড় গরু আনতে যান। এ সময় আসামিগণ ভুক্তভোগীকে উপুর্যপরি কিলঘুষি মেরে গুরুতর আহত করেন। ভুক্তভোগীর ডাক-চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে আসামিগণ ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।

র‌্যাব আরও জানায়, ভুক্তভোগীকে উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা আক্তারকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ভুক্তভোগীর মেয়ে আয়াতুল (৩৬) বাদী হয়ে কেন্দুয়া থানায় দায়ের করা হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার